তিস্তা বিপদসীমার ৫২ সেন্টিমিটার উপর, ‘রেড অ্যালার্ট’ জারি

উজানের ভারি বৃষ্টি ও পাহাড়ি ঢলে তিস্তার পানি বিপজ্জনকভাবে বেড়ে যাওয়ায় তিস্তা ব্যারেজ ও ফ্লাড বাইপাস এলাকায় ‘রেড অ্যালার্ট’ জারি করা হয়েছে।

নীলফামারী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 July 2020, 04:21 AM
Updated : 13 July 2020, 04:21 AM

পানি উন্নয়ন বোর্ডের রংপুর অঞ্চলের প্রধান প্রকৌশলী জ্যোতি প্রসাদ ঘোষ সোমবার এ কথা জানান।

তিনি জানান, গত শুক্রবার থেকে তিস্তা বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। রোববার দুপুর থেকে পানি অস্বাভাবিকভাবে বাড়তে থাকে এবং সর্বশেষ রাত ১১টায় বিপদসীমার ৫৫ সেন্টিমিটার উপরে ওঠে।

“তাই তিস্তা ব্যারাজ রক্ষায় ব্যারেজ ও ফ্লাড বাইপাস এলাকায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে।”

তিনি জানান, সোমবার সকালে পানি ৩ সেন্টিমিটার কমে ডালিয়া পয়েন্টে বিপদসীমার ৫২ সেন্টিমিটা উপর দিয়ে প্রবাহিত হয়েছে।  

ব্যারেজের ভাটিতে থাকা মানুষকে নিরাপদে সরিয়ে যেতে মাইকিং করা হয়েছে বলে জানান জ্যোতি প্রসাদ।