করোনাভাইরাস: সাতক্ষীরায় প্রথম একজনের মৃত্যু

সাতক্ষীরায় করোনাভাইরাসের  উপসর্গ নিয়ে মৃত্যুর পর এক ব্যক্তির নমুনা পরীক্ষায় পজেটিভ এসেছে।

সাতক্ষীরা প্রতিনিধি:বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 June 2020, 11:26 AM
Updated : 27 June 2020, 11:26 AM

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সাতক্ষীরায় প্রথম কারো মৃত্যু হল বলে সিভিল সার্জন অফিসের মুখপাত্র ডা. জয়ন্ত সরকার জানান।

মৃত অনিল বিশ্বাসের (৭০) বাড়ি দেবহাটার রতেশ্বরপুর এলাকায়। দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মঙ্গলবার (২৩ জুন) দুপুরে তিনি মারা যান।

দেবহাটা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আব্দুল লতিফ বলেন, অনিল গত ২২ জুন সোমবার বিকালে শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হন। ওইদিন  রাতে তার শরীরের তাপমাত্রা বেড়ে যায়। পরদিন বেলা ১১টার দিকে তিনি মারা যান। পরে স্বাস্থ্যবিধি অনুসরণ করে তার মরদেহের সৎকার করা হয় এবং নমুনা সংগ্রহ করা হয়।

শুক্রবার তার নমুনা পরীক্ষার রিপোর্ট করোনাভাইরাস পজেটিভ আসে বলে জানান লতিফ।

এদিকে জেলায় গত ২৪ ঘণ্টায় সাতক্ষীরায় নতুন করে আরও ১৪ জনের করোনাভাইরাস শনাক্ত হওয়ার মধ্য দিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা ১৪৬ জনে দাঁড়াল বলে জয়ন্ত সরকার জানান।

ইতোমধ্যে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে আক্রান্ত ব্যক্তিদের বাড়ি লকডাউন করে হয়েছে লাল পতাকা টানানো হয়েছে বলে জানান তিনি।