ফেনীতে আরও ৭৮ জনের কোভিড-১৯, জেলায় মোট ৭৪৯

ফেনীতে আরও স্বাস্থ্যকর্মী ও পুলিশসহ নতুন করে ৭৮ জনের কোভিড-১৯ শনাক্ত হয়েছে।

ফেনী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 June 2020, 10:53 AM
Updated : 25 June 2020, 10:53 AM

জেলার ভারপ্রাপ্ত সিভিল সার্জন এসএস আর মাসুদ জানান, বৃহস্পতিবার নতুন এই ৭৮ জনের কোভিড-১৯ শনাক্ত হওয়ার তথ্য এসেছে। এ নিয়ে জেলায় মোট ৭৪৯ জনের কোভিড-১৯ শনাক্ত হল।

তাদের মধ্যে এ পর্যন্ত ২৭৪ জন সুস্থ হয়েছেন আর ১৫ জন মারা গেছেন জানিয়ে তিনি বলেন, নতুন আক্রান্তদের মধ্যে আট পুলিশ সদস্য রয়েছেন। তাদের চারজন দাগনভূঁঞা, তিনজন সোনাগাজী ও একজন ফুলগাজীর উপজেলায় কর্মরত। আক্রান্ত একজন স্বাস্থ্যকর্মী ছাগলনাইয়ায় পরিবার পরিকল্পনা বিভাগে কর্মরত। এছাড়া একজন ব্যাংক কর্মকর্তা সোনাগাজীতে কর্মরত রয়েছেন।

জেলা করোনাভাইরাস নিয়ন্ত্রণ কক্ষের সমন্বয়ক মো. শরফুদ্দিন মাহমুদ জানান, গত ১৬ এপ্রিল ফেনীতে প্রথম এক যুবকের করোনাভাইরাস শনাক্ত হয়। বৃহস্পতিবার পর্যন্ত ৪৬৫২ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। তাদের মধ্যে ৩৭৬১ জনের প্রতিবেদন পেয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ। তাদের মধ্যে ৭৪৯ জনের কোভিড-১৯ শনাক্ত হয়েছে। আক্রান্ত ১৭ জন জেলার বাইরে হওয়ায় তাদের অন্যত্র স্থানান্তর করা হয়েছে।

বর্তমানে আক্রান্ত ৩৬ জন ফেনী সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে এবং অন্যরা হোম আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন বলে তিনি জানান।