নওগাঁর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

নওগাঁর পোরশা উপজেলা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে বাংলাদেশি এক যুবক নিহত হয়েছেন।

নওগাঁ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 June 2020, 11:48 AM
Updated : 15 June 2020, 11:48 AM

নওগাঁ বিজিবি ১৬ ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যাস্ট কর্নেল এ কে এম আরিফুল ইসলাম জানান, সোমবার ভোরে পোরশার নিতপুর এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত সুবাস নির্মল রায় (৩৬) পোরশা উপজেলার তুরিপাড়া নিতপুর গ্রামের ভুলু রায়ের ছেলে।

বিজিবি কর্মকর্তা আরিফুল ইসলাম বলেন, সোমবার ভোর রাতে ভারতীয় ১৫৯ আগ্রাবাদ বিএসএফ ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ নিমতলী এলাকা দিয়ে কয়েকজন বাংলাদেশি রাখাল ভারতের এক কিলোমিটার অভ্যন্তরে প্রবেশ করলে টহল দলের সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে সুবাস নির্মল গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান।

গুলিতে আর কোনো হতাহত হয়েছে কিনা খোঁজ নেওয়া হচ্ছে বলে আরিফুল জানান।

বিষয়টি নিয়ে বিএসএফের সঙ্গে আলোচনার জন্য পতাকা বৈঠকের আহবান জানিয়ে বিএসএফর কাছে বিজিবি চিঠি দিয়েছে বলেও জানান আরিফুল ইসলাম।