শেরপুরে ২৪ ঘণ্টায় আক্রান্ত আরও ৭

শেরপুরে গত ২৪ ঘণ্টায় আরও সাতজনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। 

শেরপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 June 2020, 05:05 AM
Updated : 13 June 2020, 05:05 AM

এ নিয়ে জেলায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ১৬০ জনে দাঁড়াল বলে শনিবার জেলার সিভিল সার্জন একেএম আনওয়ারুর রউফ জানান।

নতুন আক্রান্তদের মধ্যে ঝিনাইগাতী উপজেলায় ৪ জন ও শেরপুর সদর উপজেলায় ৩ জন রয়েছেন।

এদিকে নকলা উপজেলায় শুক্রবার ৮ জন কোভিট-১৯ রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন বলে আনওয়ারুর রউফ জানান।

তাদের মধ্যে ২ জন পরিবার পরিকল্পনা পরিদর্শকসহ ৬ জন নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশনে এবং ৮ বছর বয়সী এক শিশুসহ ২ জন হোম আইসোলেশনে ছিলেন।

সিভিল সার্জন বলেন, জেলায় এ পর্যন্ত ২ হাজার ৭৭১ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। যার মধ্যে ২ হাজার ৬১৫ জনের নমুনা পরীক্ষা শেষে মোট ১৬০ জনের আক্রান্তের বিষয়ে জানা গেছে। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮৪ জন।মারা গেছে ২ জন।

এছাড়া ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে আরও ১৫৬ টি নমুনা পরীক্ষার জন্য জমা পড়ে আছে বলে জানান তিনি।