করোনাভাইরাস: বরিশাল মেডিকেলে আরো ২ জনের মৃত্যু

করোনাভাইরাসের উপসর্গ নিয়ে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে দুই জনের মৃত্যু হয়েছে।

বরিশাল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 June 2020, 03:27 PM
Updated : 12 June 2020, 03:27 PM

শুক্রবার ২ ঘণ্টার ব্যবধানে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা গেছেন বলে জানিয়েছেন হাসপাতালের সহকারী পরিচালক ডা. এস এম মনিরুজ্জামান শাহীন।

তিনি বলেন, শুক্রবার রাত ৮টায় পটুয়াখালীর দুমকী উপজেলার লেবুখালী এলাকার ৬৫ বছর বয়সী বৃদ্ধের মৃত্যু হয়। দুপুর ১২টার দিকে জ্বর, শ্বাসকষ্ট নিয়ে তাকে করোনা ইউনিটে ভর্তি করা হয়েছিল।

এরআগে সন্ধ্যা ৭টায় বরিশাল নগরীর কাউনিয়া এলাকার ৬৫ বছরের এক বৃদ্ধ মারা যান। তাকেও জ্বর, শ্বাসকষ্ট নিয়ে শুক্রবার দুপুর সোয়া ১টায় ভর্তি করা হয়।

দুই জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য শের-ই বাংলা মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে।

এর আগে, দুপুর ২টার দিকে করোনাভাইরাসে আক্রান্ত এক নারীর মৃত্যু হয় শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে।