করোনাভাইরাস: নেত্রকোণায় সাত পুলিশসহ নতুন আক্রান্ত ১৩

নেত্রকোণায় গত ২৪ ঘণ্টায় আরও ১৩ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে; যার মধ্যে এক থানার দুই কর্মকর্তাসহ ৭ পুলিশ সদস্য রয়েছেন।

নেত্রকোণা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 June 2020, 05:16 AM
Updated : 11 June 2020, 05:38 AM

এ নিয়ে জেলায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা মোট ৩১৬ জনে দাঁড়াল বলে বৃহস্পতিবার জেলার সিভিল সার্জন তাজুল ইসলাম জানান।

জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, আক্রান্ত পুলিশ সদস্যরা সবাই জেলার দুর্গাপুর থানার। এদের মধ্যে দুইজন উপ-পুলিশ পরিদর্শক ও বাকিরা কনস্টেবল।

এছাড়া দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন স্বাস্থ্যকর্মী, কেন্দুয়ায় একজন স্বাস্থ্যকর্মী,  ভূমি কার্যালয়ের একজনসহ মোট ৪ জন এবং মদনের একজন বাসিন্দা রয়েছেন ।

তাজুল বলেন, এ পর্যন্ত জেলার ৪ হাজার ৮৬৮টি নমুনা সংগ্রহ করে পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে। আর পরীক্ষার ফলাফল পাওয়া গেছে ৪ হাজার ৬৮৭টি। ল্যাবে পরীক্ষার জন্যে ১৮১টি নমুনা জমা আছে।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৩ জন মারা গেছেন; আর ১৩৩ জন সুস্থ হয়েছেন বলে জানান তিনি।