কোভিড-১৯: বান্দরবানে বৃদ্ধার মৃত্যু

বান্দরবানে এক বৃদ্ধা করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন।

বান্দরবান প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 June 2020, 03:35 PM
Updated : 10 June 2020, 04:18 PM

বুধবার সকালে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জানান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা।

প্রয়াত ৬৫ বছর বয়সী বৃদ্ধা নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্ত এলাকা ঘুমধুম ইউনিয়নে ঘোনাপাড়ার বাসিন্দা।

নাইক্ষ্যংছড়ি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. আবু জাফর মো. ছলিম জানান, নাইক্ষ্যংছড়ির বাসিন্দা হলেও পার্শ্ববর্তী এলাকা কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের মাধ্যমে নমুনা পরীক্ষা করেছিলেন।

“তাই বান্দরবান স্বাস্থ্য বিভাগের করোনা শনাক্ত রোগীর তালিকায় তার নাম নেই। তবে কক্সবাজার মেডিকেল কলেজে পিসিআর ল্যাবে বান্দরবান জেলার রোগীর তালিকায় রয়েছেন তিনি।”

ডা. আবু জাফর বলেন, তার নমুনা পরীক্ষায় রিপোর্টে কোভিড-১৯ পজেটিভ আসে। এরপর থেকে কক্সবাজার সদর হাসপাতালে আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন ছিলেন তিনি।

স্বাস্থ্যবিধি মেনে দাফনের ব্যবস্থা করা হয়েছে বলে জানান উপজেলা এই স্বাস্থ্য কর্মকর্তা।