প্রবাসে বেকার স্বামী, ঋণের জালে আটকা নারীর আত্মহত্যা

করোনাভাইরাসের সংকটে বেকার প্রবাসী-স্বামীকে উল্টো ‘টাকা পাঠাতে গিয়ে ঋণের জালে আটকা পড়া’ এক নারী আত্মহত্যা করেছেন।

নারায়ণগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 June 2020, 04:58 PM
Updated : 9 June 2020, 04:58 PM

মঙ্গলবার সকালে আড়াইহাজার উপজেলার গোপালদী পৌরসভার রামচন্দ্রদী গ্রামের বাড়িতে আত্মহত্যার ঘটনা ঘটে।

নিহত নিপা আক্তার (৩১) স্থানীয় বাসিন্দা ওয়াদ আলীর স্ত্রী, তার বাবার বাড়ি এ উপজেলার মাহমুদপুর ইউনিয়নে।

আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম জানান, গ্রামীণ ব্যাংক থেকে ওই নারীর ২০ হাজার টাকা ঋণ নিয়ে ছিলেন।

“ওই ঋণের টাকা পরিশোধ নিয়ে তার স্বামীর সাথে হয়ত মনোমালিন্য বা ঝগড়া হয়েছে। এ কারণে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে।”

নিপা ঋণ তুলেছিল স্বীকার করলেও কী কারণে আত্মহত্যা করেছেন তা জানেন না বলছেন তার চাচা শ্বশুর বাতেন হাজী।

অন্যদিকে, স্থানীয় কাউন্সিলর আলী আজগর জানান, ওই নারীর কাছে স্থানীয় লোকজনের পাওনাসহ ও গ্রামীণ ব্যাংকেরও ঋণ ছিল।

“আজ মঙ্গলবার অনেকের পাওনা পরিশোধের কথা ছিল তার। ওই পাওনা পরিশোধের চাপেই নারী গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে।”

নিহতের পরিবারের সদস্যদের উদ্ধৃত করে আড়াইহাজার থানার গোপালদী পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মোক্তার হোসেন জানান, গত ১৪ বছর আগে পারিবারিকভাবে বিয়ে হয় নিপার। ৫ বছর আগে তার স্বামী জীবিকার তাগিদে মালয়শিয়ায় যান।

“বর্তমানে সেখানে লকডাউন থাকায় উল্টো গ্রাম থেকে বিদেশে অর্থ পাঠাতে হতো। পাশাপাশি পরিবার চালাতে এবং ঋণ, এনজিও-এর কিস্তি পরিশোধ করতে হতো।  গত কয়েক মাস ধরে কিস্তি ও ঋণের টাকা পরিশোধ করতে না পারায় চাপে পড়েন নিপা। সেই চাপ সামলাতে না পেরে তিন সন্তাদের জননী নিপা আত্মহত্যা করেছে।”

মোক্তার হোসেন জানান, পরিবারের সদস্যদের অনুরোধে দুপুরে লাশ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।