পেঁয়াজের নতুন জাত উদ্ভাবন, ফলন ৩ গুণ বেশি

সাধারণ পেঁয়াজের চেয়ে তিন গুণ বেশি ফলন দেয় এমন পেঁয়াজ উদ্ভাবন করা হয়েছে বলে মাগুরা আঞ্চলিক মশলা গবেষণা কেন্দ্র জানিয়েছে।

মাগুরা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 June 2020, 06:20 AM
Updated : 7 June 2020, 02:46 AM

কেন্দ্রের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন, উদ্ভাবনের পর তারা চলতি মৌসুমে এই পেঁয়াজ মাঠপর্যায়ে সফলভাবে চাষ করেছেন। তারা এর নাম দিয়েছেন বারি-৫।

মনিরুজ্জামান বলেন, পেঁয়াজ সাধারণত শীতকালীন ফসল হলেও বারি-৫ শীত-গ্রীস্ম উভয় মৌসুমে চাষ করা যায়। সাধারণ পেঁয়াজ যেখানে হেক্টরে ফলন দেয় সাত-আট টন, সেখানে বারি-৫ পেঁয়াজের ফলন হয় ২৪ থেকে ২৫ টন।

দেশি পেঁয়াজের মত এ পেঁয়াজের খোসা পাতলা হওয়ায় সহজে সংরক্ষণ করা যায় জানিয়ে তিনি বলেন, চলতি মৌসুমে তারা ১০ একর জমিতে সফলভাবে বারি-৫ চাষ করেছেন। গ্রীস্মকালে সারাদেশে এ পেঁয়াজ চাষ ছড়িয়ে দিতে পারলে কৃষক যেমন লাভবান হবেন তেমনি মাত্র এক বছরের মধ্যে দেশে পেঁয়াজের ঘাটতি মিটিয়ে বিদেশে রপ্তানি করা সম্ভব হবে।

বৃহস্পতি ও শুক্রবার দুই দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠানে মনিরুজ্জামান বারি-৫ পেঁয়াজ চাষের সফলতা ও চাষপদ্ধতি সম্পর্কে জানান।

অনুষ্ঠানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের  খুলনা অঞ্চলের পরিচালক পার্থ প্রতিম সাহা, মাগুরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক জাহিদুল আমিন ও প্রশিক্ষণ কর্মকর্তা সোহরাব হোসেন ছিলেন।