করোনাভাইরাসে সুনামগঞ্জে প্রথম মৃত্যু আ. লীগ নেতার

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সুনামগঞ্জ জেলায় প্রথম প্রাণ হারান স্থানীয় এক আওয়ামী লীগ নেতা।

সুনামগঞ্জ প্রতিরিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 June 2020, 12:22 PM
Updated : 1 June 2020, 12:22 PM

সোমবার সিলেটের শহীদ ডা. শামসুদ্দিন হাসপাতালে আব্দুল হক (৫০) মারা যান বলে সুনামগঞ্জের সিভিল সার্জন শামস উদ্দিন জানান।

আব্দুল হক সুনামগঞ্জে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়া প্রথম ব্যক্তি বলে সিভিল সার্জন জানান।

সুনামগঞ্জ জেলা আওয়ামী রীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আব্দুল আজাদ বলেন, আব্দৃল হক ছাতক উপজেলা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে অনেক দিন ধরে জড়িত ছিলেন। 

সিভিল সার্জন জানান, গত ২৮ মে আব্দুল হক করোনাভাইরাস আক্রান্ত হন। পরে তাকে সিলেটের শহীদ ডা. শামসুদ্দিন হাসপাতালে ভর্তি হয়েছিল। সোমবার দুপুরে তিনি মারা যান।
সিভিল সার্জন আরও জানান, মরদেহ এখনও সিলেটের ওই হাসপাতালে আছে। কোথায় দাফন করা হবে এ ব্যাপারে পরিবার সিদ্বান্ত নিতে পারেনি। তবে সরকারি স্বাস্থ্যবিধি মেনেই দাফন করা হবে।
আব্দুল হক জেলার ছাতক উপজেলার জাউয়া বাজার ইউনিয়নের রাউলি গ্রামের মৃত চমক আলীর ছেলে।