করোনাভাইরাস: ফরিদপুরে আরও এক মুক্তিযোদ্ধার মৃত্যু

ফরিদপুরে করোনাভাইরাস আক্রান্ত আরও একজন মুক্তিযোদ্ধা মারা গেছেন।

ফরিদপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 May 2020, 10:21 AM
Updated : 31 May 2020, 10:21 AM

কমলেশ চক্রবর্তী ভানু (৬৫) নামে এই মুক্তিযোদ্ধা ফরিদপুর সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ছিলেন। এছাড়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ছিলেন তিনি।

ফরিদপুর মেডিকেল কলেজের সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমান বুলু জানান, কমলেশকে আইসিইউতে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছিল। রোববার সকাল সাড়ে ৮টার দিকে তিনি মারা যান।

এই নিয়ে ফরিদপুরে করোনাভাইরাস আক্রান্ত ছয়জনের মৃত্যু হল য়। তাদের মধ্যে তিনজনই মুক্তিযোদ্ধা।

ফরিদপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আবুল ফয়েজ শাজ নেওয়াজ জানান, স্বাস্থ্যবিধি মেনে রাষ্ট্রীয় মর্যাদায় অম্বিকাপুর শ্মশানে কমলেশে মৃতদেহ দাহ করা হবে।  তার স্ত্রী ও দুই ছেলে রয়েছে।

কমলেশের মৃত্যুতে ফরিদপুর সদর আসনের সংসদ সদস্য খন্দকার মোশাররফ হোসেন, ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য মনজুর হোসেন, ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীসহ জেলা মুক্তিযোদ্ধা সংসদ, আওয়ামী লীগ, জেলা পূজা উদযাপন পরিষ গভীর শোক প্রকাশ করেছে।