কোভিড-১৯: কিশোরগঞ্জে আরেকজনের মৃত্যু

কিশোরগঞ্জে করোনাভাইরাস সংক্রমণে আরেকজনের মৃত্যু হয়েছে। এনিয়ে জেলায় মোট আট জনের মৃত্যু হলো। 

কিশোরগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 May 2020, 06:16 PM
Updated : 27 May 2020, 02:08 PM

কিশোরগঞ্জের সিভিল সার্জন মুজিবুর রহমান একথা জানান।

তিনি বলেন, বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টার দিকে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ৫৫ বছর বয়সী এই ব্যক্তির মৃত্যু হয়।

এই ব্যক্তির ডায়াবেটিসসহ আরও বিভিন্ন জটিল সমস্যা ছিল বলে সিভিল সার্জন জানান।

জয়সিদ্ধি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মনির উদ্দিন জানান, “করোনাভাইরাসে মারা যাওয়া এই ব্যক্তি আমার ইউনিয়নের শ্যামপুর পাড়ার বাসিন্দা। তিনি কৃষিজীবী ছিলেন।”

তিনি আরও জানান, মৃত এই ব্যক্তি তার ছোট ভাইয়ের (৪৯) চিকিৎসার জন্য ঢাকা গিয়েছিলেন। সেখানে গত ১০ মে দুই ভাইয়ের নমুনা সংগ্রহ করা হয়। পরদিন পাওয়া রিপোর্টে তাদের দুইজনেরই কোভিড-১৯ পজিটিভ আসে। পরে তারা ঢাকা থেকে অ্যাম্বুলেন্সযোগে কিশোরগঞ্জে এসে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। এরপর থেকে দুই সহোদর সেখানে আইসোলেশনে ছিলেন।  

কিশোরগঞ্জের সিভিল সার্জন অফিসের দেওয়া তথ্য অনুযায়ী জেলার ১৩ উপজেলায় করোনাভাইরাস শনাক্ত হওয়া ব্যক্তির সংখ্যা ২৬২।