‘কৃষক বাঁচাতে’ সেনাবাহিনীর সবজি উদ্যোগ

করোনাভাইরাস সংক্রমণ রোধে সরকারি ‘সাধারণ ছুটি’তে কৃষি পণ্যের বাজার ব্যবস্থা হোঁচট খাওয়ায় বিপাকে পড়েছেন কৃষিকরা; ফসলের সঠিক দাম পাচ্ছেন না চাষি-খামারিরা।

ঝালকাঠি প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 May 2020, 01:20 PM
Updated : 19 May 2020, 01:20 PM

এ পরিস্থিতিতে কৃষকদের উৎপাদিত ফসলের ন্যায্য দাম দিতে কর্মসূচি নিয়েছে সেনাবাহিনী। বরিশালের বিভিন্ন অঞ্চল থেকে সেনা সদস্যরা ফসলের ক্ষেত থেকেই ন্যায্য দামে কিনে নিচ্ছেন প্রয়োজনীয় তাজা সবজি।

মঙ্গলবার সকালে বরিশাল শেখ হাসিনা সেনানিবাসের ৭ পদাতিক ডিভিশনের উদ্যোগে এবং ২২ ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নের ব্যবস্থাপনায় রাজাপুর উপজেলার সদর ইউনিয়নের পূর্ব আংগারিয়া গ্রামে রিজিয়া বেগমের ৫০ শতাংশ জমির বিভিন্ন সবজি কেনেন তারা।

এসব সবজির মধ্যে রয়েছে ঢেঁরস, কাঁচা মরিচ, পেপে, ঝিঙা, মিষ্টি কুমড়া, চুনা কুমড়া ও বরবটি।

২২ ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নের কর্মকর্তা মেজর মো. সাইদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা খোঁজ নিয়ে জানতে পেরেছি করোনাভাইরাসের এ দুর্যোগে গ্রাম অঞ্চলের প্রান্তিক চাষিরা ন্যায্যমূল্যে সবজি বিক্রি করতে পারছেন না। মধ্যস্বত্বভোগীরা তাদের কাছ কম দামে কিনে শহরে বেশি দামে সবজি বিক্রি করছেন।

“এতে ন্যায্যমূল্য থেকে প্রান্তিক চাষিরা বঞ্চিত হচ্ছেন।”

এ কারণে রিজিয়া বেগমের কাছ থেকে বিভিন্ন ধরনের সবজি কেনেন জানিয়ে তিনি বলেন, “শুধু এ অঞ্চলেই নয়, বরিশাল বিভাগের অন্য অঞ্চলেও আমাদের এ কার্যক্রম চলমান রেখেছি।”

বছর জুড়ে সবজি বেচে সংসার চালানো নারী কৃষক রিজিয়া বেগম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তিনি ৫০ শতক জমিতে বিভিন্ন প্রকারের সবজির চাষ করেছিলেন।

“করোনাভাইরাসের কারণে বিক্রি করতে না পারায় ক্ষেতেই সবজি নষ্ট হয়ে যাচ্ছিল।”

এ অবস্থায় ক্ষেত থেকে সেনাবাহিনীর কাছে ন্যায্যমূল্যে সবজি বিক্রি করতে পেরে চিন্তুামুক্ত কৃষক রিজিয়া বেগম দারুণ খুশি।