ভার্চুয়াল আদালতে শুনানি করেছেন চুয়াডাঙ্গার আইনজীবীরা  

করোনাভাইরাস মহামারীর মধ্যে চালু হওয়া ভার্চুয়াল আদালতে শুনানি শুরু করেছেন চুয়াডাঙ্গার আইনজীবীরা।

চুয়াডাঙ্গা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 May 2020, 01:12 PM
Updated : 17 May 2020, 01:15 PM

রোববার এই জেলায় প্রথম ভার্চুয়াল আদালতে শুনানি হয় বলে পাবলিক প্রসিকিউটর (পিপি) বেলাল হোসেন জানান।

পিপি বেলাল হোসেন বলেন, চুয়াডাঙ্গা আইনজীবী সমিতির সদস্যরা বিভিন্ন মামলার জামিন শুনানির জন্য আবেদন জমা দেন। ভার্চুয়াল আদালতের প্রথম দিনে জেলা ও দায়রা জজ আদালতে মোট ৪০টি মামলার শুনানি হয়।

“এর মধ্যে শুনানি শেষে জেলা ও দায়রা জজ মো. রবিউল ইসলাম ২২টি জামিনের আবেদন মঞ্জুর করেন; বাকি ১৮টি আবেদন নাকচ করেন।”

জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আবুল বাশার বলেন, দেশে আজ ছিল ভার্চুয়াল আদালত পরিচালনা কার্যক্রমের ৫ম দিন। আগে চারটি কার্যদিবসে দেশের বিভিন্ন জেলায় আদালতের কার্যক্রম চলেছে। ভার্চুয়াল পদ্ধতি সম্পর্কে জানা না থাকায় এর আগে চুয়াডাঙ্গা জেলায় চেষ্টা করেও শুনানি শুরু করা যায়নি।

“তবে আজ [রোববার] বেশ ভালোভাবেই ভার্চুয়াল আদালতের কার্যক্রম পরিচালনা করা সম্ভব হয়েছে। আইনজীবীগণ জেলা আইনজীবী সমিতিকক্ষ থেকে ভার্চুয়াল আদালতের শুনানি করেছেন।”

জেলা ও দায়রা জজ আদালত ছাড়াও মুখ্য বিচারিক হাকিম আদালতেও শুনানি হয়েছে বলে তিনি জানান।

করোনাভাইরাস সংক্রমণ ঝুঁকি এড়াতে সরকার অনলাইনে আদালতের কার্যক্রম চালানোর আইন করেছে। ইতিমধ্যে সুপ্রিম কোর্টসহ দেশের বিভিন্ন আদালতে ভার্চুয়াল আদালতের কাজ শুরু হয়েছে।