শেরপুরে খাদ্য গুদামে বোরো চাল সংগ্রহ শুরু

শেরপুর সদর উপজেলার সরকারি খাদ্য গুদামে বোরো চাল সংগ্রহ শুরু হয়েছে।

শেরপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 May 2020, 02:54 PM
Updated : 13 May 2020, 02:54 PM

বুধবার সকালে এ কর্মসূচির উদ্বোধনী দিনে ‘জিহান অটো রাইস’ ও ‘সাকি অটো রাইস মিলে’ ২০ মেট্রিকটন করে চাল সংগ্রহ করা হয় বলে জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. ফরহাদ খন্দকার জানান।

এবার চলতি মৌসুমে জেলায় ৩৬ টাকা কেজি দরে ২৫ হাজার ৬২ মেট্রিকটন সিদ্ধ চাল ও ৩৫ টাকা কেজিতে ২ হাজার ৯৪২ মেট্রিকটন আতব চাল সংগ্রহ করা হবে। এ লক্ষ্যে জেলায় ৫৭০টি মিলের সঙ্গে চুক্তি করেছে খাদ্য বিভাগ। চলতি বছরের অগাস্ট মাস পর্যন্ত চাল সংগ্রহ অভিযান চলবে।

ফরহাদ বলেন, “ধান কেনার জন্য আগামী ১৬ মে পর্যন্ত অনলাইনে কৃষকদের আবেদন গ্রহণ করে লটারি করা হবে। পরে কৃষকের মোবাইলে এসএমএস দেওয়া হবে গোডাউনে ধান নিয়ে আসার জন্য। এবার জেলায় সাড়ে ১৬ হাজার মেট্রিক টন ধান কেনা হবে কৃষকের কাছ থেকে ২৬ টাকা কেজি দরে “

বোরো চাল সংগ্রহ উদ্বোধন অনুষ্ঠানে জাতীয় সংসদের সরকার দলীয় হুইপ মো. আতিউর রহমান আতিক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তোফায়েল আহমেদ, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ ড. মোহিত কুমার দে উপস্থিত ছিলেন।