নোয়াখালীতে শ্বাসকষ্ট নিয়ে শ্রমিকের মৃত্যু, পালালেন সঙ্গীরা

নোয়াখালীতে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে অজ্ঞাতনামা এক মাটিকাটা শ্রমিকের মৃত্যুর পর তার সঙ্গীরা পালিয়ে গেছে বলে খবর পাওয়া গেছে।

নোয়াখালী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 April 2020, 05:46 PM
Updated : 25 April 2020, 05:46 PM

শনিবার মৃতের নমুনা সংগ্রহের পর বিশেষ ব্যবস্থায় মরদেহের দাফন সম্পন্ন করে স্থানীয় প্রশাসন।

এর আগের রাতে ডমুরুয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে একটি পরিত্যক্ত ঘরে ৩২ বছর বয়সী এ যুবকের মৃত্যু হয়। তার বাড়ি জেলার হাতিয়া উপজেলায়।

সেনবাগ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মতিউর রহমান জানান, মৃত্যুর আগে ওই যুবকসহ ১০-১২ জন শ্রমিক ডমুরুয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ভূইয়া বাড়ির পাশের একটি পরিত্যক্ত ঘরে থাকতেন।

“গত দুইদিন ধরে ওই শ্রমিক জ্বর, কাশি ও শ্বাসকষ্টে ভুগছিলেন। শুক্রবার রাতের কোনো এক সময় তার মৃত্যু হলে সঙ্গীরা পালিয়ে যায়।”

খবর পেয়ে শনিবার সকালে পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করে চট্টগ্রামের বিআইটিআইডিতে পাঠানো হয়েছে। বিকালে উপজেলা মরদেহ সৎকার কমিটি বিশেষ ব্যবস্থাপনায় দাফন সম্পন্ন করে বলে জানান তিনি।

নমুনা পরীক্ষার ফলাফল জানার পর এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে বলে বলেন মতিউর।