কোভিড-১৯: নারায়ণগঞ্জে এক সপ্তাহে ১৪ পুলিশ আক্রান্ত

নারায়ণগঞ্জে গত এক সপ্তাহে ১৪ পুলিশ সদস্য আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে।

নারায়ণগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 April 2020, 07:04 PM
Updated : 22 April 2020, 07:04 PM

তাদের মধ্যে একজন পরিদর্শক, একজন এএসআই, পুলিশ সুপারের গাড়ির চালক, এক কনস্টেবলসহ ১৪ পুলিশ সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার জায়েদুল আলম।

পুলিশ সুপার জানান, গত এক সপ্তাহে জেলা পুলিশের এক পরিদর্শক, পুলিশ সুপারের গাড়ি চালক, অফিস সহায়ক দুই জন, একজন সহকারী উপ-পরিদর্শক (এএসআই)সহ ১১ জন পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়।

“সবশের্ষ মঙ্গলবার রাতে আরও তিন কনস্টেবল করোনায় পজেটিভ ধরা পড়ে। এ নিয়ে জেলা পুলিশের পরিদর্শকসহ ১৪ পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হলেন।”

এছাড়া এক নারী কনস্টেবলের মধ্যে করোনাভাইরাসে উপসর্গে দেখা দিয়েছে বলে জানান তিনি।

এসপি জানান, আক্রান্তদের মধ্যে তিনজনকে রাজধানীর রাজারবাগ পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়েছে। চারজনকে বাড়িতে এবং অন্যরা শহরের মাসদাইর পুলিশ লাইন্সে আইসোলেশনে  আছেন।

তবে আক্রান্তদের মধ্যে কোনো উপসর্গ দেখা যায়নি, সবাই সুস্থ আছেন জানিয়ে পুলিশ সুপার বলেন, “নমুনা সংগ্রহের পর পরীক্ষায় তাদের করোনা পজেটিভ ধরা পড়েছে।”

এদিকে, র‌্যাব-১১ ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্ণেল ইমরান উল্লাহ সরকার বলেন, “গত কয়কদিনে করোনা উপসর্গ দেখা দেওয়ায় ২০ সদস্যকে কোয়ারেন্টিনে রাখা হয়েছে। তাদের মধ্যে ১০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।”