চুয়াডাঙ্গায় কথিত বন্দুকযুদ্ধে একজন নিহত

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় কথিত বন্দুকযুদ্ধে এক ব্যক্তি নিহত হয়েছেন; যিনি মাদক ব্যবসায়ী বলে বিজিবির ভাষ্য।

চুয়াডাঙ্গা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 April 2020, 05:49 AM
Updated : 20 April 2020, 05:49 AM

বিজিবি ৫৮ ব্যাটালিয়নের পরিচালক কামরুল আহসান জানান, রোববার গভীর রাতে উপজেলার নতুনপাড়া সীমান্ত এলাকায় গোলাগুলিতে এ ঘটনা ঘটে।

নিহত জসিম  (৩৫) উপজেলার সদরপাড়া এলাকার করিম মণ্ডলের ছেলে।

বিজিবি কর্মকর্তা আহসান বলেন, “রোববার সন্ধ্যায় মাদক ব্যবসায়ী জসিমকে ২৩ বোতল ফেনসিডিলসহ আটক করেন বিজিবি সদস্যরা। জিজ্ঞাসাবাদে জসিম বিজিবির কাছে আরও ফেনসিডিল আছে বলে স্বীকার করেন। স্বীকারোক্তি অনুযায়ী তাকে নিয়ে বিজিবি সদস্যরা নতুনপাড়া সীমান্ত এলাকায় যান। সেখানে আরও ৩০০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।

“সেখানে জসিমের সহযোগীরা হামলা করে বিজিবি সদস্যদের ওপর। তাদের ধারালো অস্ত্রের আঘাতে দুই বিজিবি সদস্য আহত হন। পরে বিজিবি ও মাদক ব্যবসায়ীদের মধ্যে গোলাগুলি হয়। এ সময় গুলিবিদ্ধ হন জসিম। তাকে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।”

লাশ জীবননগর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান বিজিবি কর্মকর্তা।