বরগুনায় আক্রান্ত ৯, জেলা অবরুদ্ধ ঘোষণা

কোভিড-১৯-এর প্রসার ঠেকাতে বরগুনা জেলাকে অনির্দিষ্টকালের জন্য অবরুদ্ধ ঘোষণা করা হয়েছে।

বরগুনা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 April 2020, 09:33 AM
Updated : 18 April 2020, 09:33 AM

শনিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে করোনাভাইরাস প্রতিরোধ কমিটির সভা শেষে জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ এক গণবিজ্ঞপ্তিতে এই ঘোষণা দেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শুক্রবার পর্যন্ত বরগুনায় নয়জন কোভিড-১৯ রোগী শনাক্ত এবং তাদের মধ্যে দুইজন মারা গেছেন। তাই করোনাভাইরাস মহামারী আকারে ছড়িয়ে পড়ার আশঙ্কায় বরগুনাকে অনির্দিষ্টকালের জন্য অবরুদ্ধ ঘোষণা করা হল।

শনিবার বেলা ১২টা থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সড়ক-মহাসড়ক ও নৌপথে অন্য কোনো জেলা থেকে কেউ এ জেলায় প্রবেশ করতে কিংবা এ জেলা থেকে অন্য কোনো জেলায় যেতে পারবেন না। জেলা ও উপজেলা সীমানার প্রবেশ ও প্রস্থান পথ বন্ধ থাকবে।

জেলার অভ্যন্তরেও সব ধরনের যাতায়াতে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সব ধরনের গণপরিবহন ও জনসমাগম বন্ধ থাকবে। শুধু জরুরি পরিসেবা, চিকিৎসাসেবা, কৃষিপণ্য, খাদ্য সরবরাহ ও সংগ্রহ বা কেনাবেচা, সংবাদকর্মী ও সংবাদপত্রসহ বিভিন্ন সেবার কাজ চলমান থাকবে। আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।