পাবনায় প্রথম কোভিড-১৯ রোগী শনাক্ত

পাবনায় প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন; যিনি সম্প্রতি নারায়ণগঞ্জ থেকে এসেছেন।

পাবনা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 April 2020, 09:42 PM
Updated : 16 April 2020, 09:49 PM

বৃহস্পতিবার রাতে পাবনার সিভিল সার্জন ডা. মেহেদী ইকবাল এ কথা জানান।

তিনি বলেন, “গত ৫ এপ্রিল নারায়ণগঞ্জের পোশাক কর্মী লক্ষণ নিয়ে পাবনার চাটমোহর উপজেলার মূলগ্রাম ইউনিয়নের বামনগ্রামে তার বাড়িতে আসেন।

আক্রান্তর বাড়ি জেলার চাটমোহরের বামনগ্রামে।

বাড়িতে আসার পর আরও অসুস্থ হয়ে পড়লে তার নমুনা সংগ্রহ করে গত ১৪ এপ্রিল রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় পাওয়া রিপোর্টে তার নমুনায় করোনাভাইরাস পজিটিভ পাওয়া গেছে বলে জানান তিনি।

এদিকে, এ ঘটনার পর উপজেলা প্রশাসন ও পুলিশের টিম গিয়ে ওই গ্রাম লকডাউন ঘোষণা করেছে।

চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা সরকার মোহাম্মদ রায়হান বলেন, “করোনা পজিটিভ রিপোর্ট পাওয়ার পর বামনগ্রাম লকডাউন করা হয়েছে।

“স্বাস্থ্য বিভাগের টিম আক্রান্ত যুবকের বাড়িতে রওনা হয়েছে। তার শারীরিক অবস্থা দেখে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।”