শরীয়তপুর জেলা অবরুদ্ধ ঘোষণা

করোনাভাইরাসের সংক্রমণের ঝুঁকি প্রতিরোধে শরীয়তপুর জেলাকে অবরুদ্ধ ঘোষণা করেছে প্রশাসন।

শরীয়তপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 April 2020, 06:19 PM
Updated : 15 April 2020, 06:19 PM

বুধবার জেলা প্রশাসকের কার্যালয়ে করোনা সংক্রমণ প্রতিরোধ কমিটির এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

শরীয়তপুরের সির্ভিল সার্জন এস এম আবদুল্লাহ আল মুরাদ জানান, দুপুরে জেলা প্রশাসক কাজী আবু তাহেরের সভাপতিত্বে এক সভায় করোনাভাইরাস সংক্রমণ ঝুঁকি মোকাবেলা ও সুরক্ষার প্রয়োজনে জেলা কমিটির সিদ্ধন্তক্রমে জেলা অবরূদ্ধ করা হয়।

“সিদ্ধান্ত মোতাবেক বুধবার সন্ধ্যা ৬টা থেকে এ আদেশ কার্যকর হবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ আদেশ বহাল থাকবে।”

সিভিল সার্জন আরও জানান, নির্দেশ অনুযায়ী শরীয়তপুর জেলায় জনসাধারণের প্রবেশ ও প্রস্থান নিয়ন্ত্রণ করা হবে।

“এই সময় জাতীয় ও আঞ্চলিক সড়ক/মহাসড়ক ও নৌপথে বা অন্য কোনো জেলা থেকে কেউ এ জেলায় প্রবেশ করতে কিংবা এ জেলা থেকে অন্যকোনো জেলায় গমন করতে পারবে না। জেলার অভ্যন্তরে আন্তঃ উপজেলা যাতায়তের ক্ষেত্রেও একই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।”

এ সময় সকল ধরনের গণপরিবহন জনচলাচল বন্ধ থাকবে বলেও জানান সিভিল সার্জন।

তিনি আরও বলেন, তবে জরুরি পরিসেবা, চিকিৎসাসেবা, কৃষিপণ্য, নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্য সরঞ্জাম সংগ্রহ ও পরিবহন ইত্যাদি আওতাবর্হির্ভূত থাকবে।