দরিদ্রদের চাল বিতরণে অনিয়ম, ঝালকাঠিতে ইউপি সদস্যের দণ্ড

ঝালকাঠিতে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণে অনিয়মের দায়ে এক ইউপি সদস্যকে এক মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

ঝালকাঠি প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 April 2020, 10:18 AM
Updated : 15 April 2020, 10:18 AM

নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা সিকদার বুধবার এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

দণ্ডিত রেজাউল করিম সোহাগ ওই উপজেলার সুবিদপুর  ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য।

ইউএনও রুম্পা সিকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রতিটি ওয়ার্ডে ১১৬ জন কার্ডধারী ব্যক্তিকে ১০ টাকা কেজি দরে চাল বিতরণের কথা রয়েছে।

“প্রধানমন্ত্রীর খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় এ চাল বিতরণের ক্ষেত্রে সুবিধাভোগীকে কার্ডধারী হতে হবে। কিন্তু ওই ইউপি সদস্য চাল বিতরণের ক্ষেত্রে কার্ডের পরিবর্তে নিজের মতো করে স্লিপ তৈরি করে চাল বিতরণ করছিলেন।”

ইউএনও বলেন, সরকারি আদেশ অমান্য করায় মোবাইল কোর্টে ওই ইউপি সদস্যকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।