শেখ ফজিলাতুন্নেছা হাসাপাতালের ৩ চিকিৎসক আক্রান্ত

গাজীপুর শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে হাসপাতালের তিন চিকিৎসকের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 April 2020, 11:04 AM
Updated : 14 April 2020, 11:04 AM

সোমবার এ তথ্য নিশ্চিত হওয়া গেছে বলে হাসপাতালের পরিচালক রাজিব হাসান জানান।

তিনি বলেন, “ওই তিনজন ঢাকা থেকে হাসপাতালে আসা যাওয়া করতেন। গত ৬ এপ্রিল থেকে তাদের সর্দি, জ্বর ও কাশি শুরু হয়। রোববার তাদের নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পাঠানো হয় এবং তাদের বাসায় অবস্থান করতে বলা হয়।  সোমবার তাদের নমুনা পরীক্ষায় করোনা পজেটিভ আসে। বর্তমানে তারা তিনজনই হোম কোয়ারেন্টিনে রয়েছেন।”

কোনো কারণে তাদের শারীরিক অবস্থার অবনতি ঘটলে কুর্মিটোলা হাসপাতালে যাতে চিকিৎসা পেতে পারেন তার প্রয়োজনীয় ব্যবস্থা করা হয়েছে বলে জানান তিনি।

রাজিব বলেন, আক্রান্তদের সংস্পর্শে আসা ২৭ জনের নমুনা সংগ্রহ করে ঢাকায় পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। তাদের মধ্যে ১৫ জনের করোনাভাইরাসের সংক্রমণ নেই।

গাজীপুরের সিভিল সার্জন মো. খায়রুজ্জামান বলেন, সোমবার রাতে শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে হাসপাতাল থেকে চিকিৎসকদের করোনাভাইরাসে আক্রান্তের খবর জানানো হয়। তাদের ‘ হোম কোয়ারেন্টিনে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।