পটুয়াখালী হাসপাতালের তত্ত্বাবধায়ক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে

নমুনা সংগ্রহকারী রোগীর করোনাভাইরাস ধরা পড়ায়, পটুয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আব্দুল মতিনসহ তিনজনকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে।

পটুয়াখালী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 April 2020, 02:06 PM
Updated : 10 April 2020, 02:06 PM

শুক্রবার বিকালে তার ওই রোগীর ঢাকায় পাঠানো নমুনার ফলাফলে পজেটিভ আসায় তার সংস্পর্শে আসা তত্ত্বাবধায়কসহ তিনজনকে পটুয়্খালী কোডেক সেন্টারের নির্ধারিত প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে বলে জানান সিভিল সার্জন।

অপর দুইজন হলেন পটুয়াখালী জেনারেল হাসপাতালের এক মেডিসিন বিশেষজ্ঞ ও এক মেডিকেল টেকনিশিয়ান।

সিভিল সার্জন ডা. জাহাঙ্গির আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গত ৮ এপ্রিল বরগুনা জেলার আমতলী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা জি এম দেলোয়ার করোনাভাইরাসের উপসর্গ নিয়ে অসুস্থ অবস্থায় পটুয়াখালীতে চিকিৎসা নিতে আসেন।

তিনি পটুয়াখালী জেনারেল হাসপাতালের ওই মেডিসিন বিশেষজ্ঞ সম্পর্কে খালাত ভাই হওয়ায় তত্ত্বাবধায়ক ডা. আব্দুল মতিনের অফিসে নিয়ে মেডিকেল টেকনিশিয়ান দিয়ে নমুনা সংগ্রহ করেন বলে জানান সিভিল সার্জন।

তিনি জানান, গত ৯ এপ্রিল বেলা সাড়ে ১১টায় আমতলী পৌরসভায় তার বাসভবনে মারা যান উপজেলা আওয়ামী লীগের ওই নেতা।

১০ এপ্রিল তার নমুনার ফলাফলে পজেটিভ আসায় তার সংস্পর্শে আসা পটুয়াখালী জেনারেল হাসপাতালে সংস্পর্শে আসা তিনজনকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে বলেন সিভিল সার্জন।