হবিগঞ্জে তাবলিগফেরত ১৬ জন কোয়ারেন্টিনে

নারায়নগঞ্জে সফর শেষ করে হবিগঞ্জ ফেরা তাবলিগ জামাতের ১৬ জনকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে পাঠিয়েছে স্বাস্থ্য বিভাগ।

হবিগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 April 2020, 12:07 PM
Updated : 9 April 2020, 12:07 PM

তাদের হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের শেখ হাসিনা মেডিকেল কলেজে রাখা হয়েছে বলে হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার দেবাশীষ রায় জানান।

তিনি বলেন, ভোররাতে তাবলিগ জামাতের ১৬ সদস্য নারায়ণগঞ্জ থেকে গাড়িতে করে ঢাকা সিলেট মহাসড়ক হয়ে বাড়ি ফেরেন।

“পথে শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ এলাকা থেকে তাদের পুলিশ আটক করে হাসপাতালে নিয়ে আসে। এরপর তাদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে নেওয়া হয়।”

হবিগঞ্জের সিভিল সার্জন একেএম মোস্তাফিজুর রহমান বলেন, তাবলিগফেরত ১৬ সদস্যের আজই নমুনা সংগ্রহ করা হবে। পরে পরীক্ষার জন্য ঢাকায় আইইডিসিআরে পাঠানো হবে।