লালমনিরহাটে এক জায়গায় আড্ডা দেওয়ায় জরিমানা

সামাজিক দূরত্ব না মেনে এক জায়গায় আড্ডা দেওয়াসহ বিভিন্ন অপরাধে লালমনিরহাটে ৯৩ জনকে ৭৯ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

লালমনিরহাট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 April 2020, 08:12 AM
Updated : 6 April 2020, 08:12 AM

বিশ্বব্যাপী নভেল করোনাভাইরাস মহামারী আকারে ছড়িয়ে পড়ায় এর সংক্রমণ ঠেকাতে সরকার সবাইকে পরস্পর থেকে দূরত্ব বজায় রেখে চলতে বলেছে। এজন্য গণবিজ্ঞপ্তিও জারি করা হয়েছে। কিন্তু সবাই এ নির্দেশনা মানছে না।

লালমনিরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রাশেদুল হক প্রধান বলেন, করোনাভাইরাস সংক্রমণরোধে  গণবিজ্ঞপ্তি বাস্তবায়নে জেলার পাঁচ উপজেলা ও দুই পৌরসভার বিভিন্ন স্থানে ১২টি ভ্রাম্যমাণ আদালত নিয়মিত পরিচালিত হচ্ছে।

“রোববার সকাল থেকে রাত পর্যন্ত মাস্ক ছাড়া বিনা কারণে ঘুরে বেড়ানো, দোকানপাট খোলা রাখা ও কাগজপত্র ছাড়া যান চলাচলের দায়ে ৯৩ জনের কাছ থেকে ৭৯ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারকরা।”

এতে সেনাসদস্য ও পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী সহায়তা করেছে জানিয়ে তিনি বলেন, এ অভিযান অব্যাহত থাকবে।

প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না আসতে সবার প্রতি আহ্বান জানান তিনি। একই সঙ্গে করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে স্বাস্থ্যবার্তা মেনে চলার ওপরও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে বলে তিনি জানান।