নাটোরে মৃত যুবকের নমুনা সংগ্রহ

নাটোর এক যুবকের মৃত্যুর পর তার নমুনা সংগ্রহ করে রাজশাহীতে পাঠানো হয়েছে।

নাটোর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 April 2020, 06:05 PM
Updated : 4 April 2020, 06:05 PM

শনিবার বিকালে সদর উপজেলার কাফুরিয়া গ্রামে ভোরে মারা যাওয়া যুবকের নমুনা সংগ্রহ করা হয়।

নাটোরের সিভিল সার্জন কাজী মিজানুর রহমান জানান, সদর উপজেলার ৪৬ বছর বয়সী যুবক ভোরে হঠাৎ অসুস্থ হয়ে তার বাড়িতে মারা গেছেন।

“পরিবারের লোকজন জানিয়েছেন, তিনি ওমানে থাকতেন। দুই বছর আগে ওমান থেকে দেশে ফিরে কৃষি কাজ করতেন। শুক্রবারও তিনি মাঠে কাজ করেছেন। তবে সপ্তাহ খানেক ধরে তিনি সর্দি ও কাশিতে ভুগছিলেন।

“তবে তিনি হৃদরোগেও মারা যেতে পারেন বলে সন্দেহ করা হচ্ছে।”

মারা যাওয়ার খবর পেয়ে সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মাহবুবুর রহমান তার বাড়িতে যান এবং পরিবারের লোকজনের সাথে কথা বলেন। তখন তার রিবারের সদস্যরা তিনি করোনাভাইরাস আক্রান্ত ছিলেন কিনা তা নিশ্চিত হওয়ার জন্য পরীক্ষার দাবি করেন বলে জানান তিনি।

স্বাস্থ্য বিভাগের কর্মীরা শনিবার বিকাল ৩টার দিকে তার নমুনা সংগ্রহ করে রাজশাহীর ল্যাবটরিতে নিয়ে গেছে।