জামালপুরে বিদ্যুৎকেন্দ্রে অগ্নিকাণ্ড

জামালপুরের একটি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে ‘বৈদ্যুতিক শর্টসার্কিট’ থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে বিদ্যুৎ উৎপাদন স্বাভাবিক রয়েছে।

জামালপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 April 2020, 09:58 AM
Updated : 2 April 2020, 09:58 AM

বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার বন্দেরপাড়ায় ১০০ মেগাওয়াট মতিয়ারা পাওয়ার প্লান্টে অগ্নিকাণ্ডের এ ঘটনা বলে জেলা ফায়ার সার্ভিস স্টেশনের জ্যেষ্ঠ কর্মকর্তা মো. আফসার উদ্দীন জানিয়েছেন।

খবর পেয়ে জামালপুর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট গিয়ে প্রায় আঘা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস কর্মকর্তা আফসার বলেন, “বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। আগুনে পাওয়ার প্লান্টের ভেতরে থাকা পিডিবির একটি ট্রান্সফর্মার পুড়ে গেছে।”

তবে বিদ্যুৎ উৎপাদন স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন প্লান্টের প্রশাসনিক কর্মকর্তা গরীব নেওয়াজ খান।

তিনি সাংবাদিকদের বলেন, পাওয়ার প্লান্টের ভেতরে পিডিবির বিদ্যুৎ ট্রান্সমিশন উপকেন্দ্রের টান্সফর্মারে আগুন লাগে। তবে প্লান্টের কোনো ক্ষতি হয়নি এবং বিদ্যুৎ উৎপাদন স্বাভাবিক রয়েছে।