চাঁদপুরে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে বৃত্ত

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে দোকানে সামাজিক দূরত্ব বজায় রাখা নিশ্চিত করতে বৃত্ত এঁকে দিচ্ছে চাঁদপুর জেলা প্রশাসন।

চাঁদপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 March 2020, 11:45 AM
Updated : 27 March 2020, 04:18 PM

বৃহস্পতিবার দুপুরে চাঁদপুর ডায়াবেটিস হাসপাতালের ফার্মেসির সামনে তিন ফুট দূরত্ব রেখে বৃত্ত এঁকে নমুনা দেখিয়ে দেওয়া হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আবদুল্লাহ আল মাহমুদ জামানের নেতৃত্বে জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা এ কাজ তদারক করেন।

মাহমুদ বলেন, এটি শুধু ওষুধ ফার্মেসির জন্য নয়, কাঁচামাল, মুদিদোকন প্রভৃতি নিত্যপ্রয়োজনীয় দ্রব্য কেনাকাটার ক্ষেত্রেও সবাইকে এ নিয়ম মেনে চলতে হবে।

তিনি বলেন, করোনাভাইরাস থেকে মুক্ত থাকার লক্ষ্যে চাঁদপুরের সকল সরকারি-বেসরকারি ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনকে এ ধরনের পদক্ষেপ নিয়ে জনগণকে সচেতন করতে হবে।

জেলা প্রশাসনের দেখাদেখি অন্যান্য প্রতিষ্ঠানও যেন এ নিয়ম অনুসরণ করে সেই আহ্বান জানান তিনি।