গাজীপুরে স্পিনিং মিলের আগুন ৪ ঘণ্টা পরে নিয়ন্ত্রণে

গাজীপুরের শ্রীপুর উপজেলার জমজম স্পিনিং মিলের আগুন চার ঘণ্টা পরে নিয়ন্ত্রণে এসেছে।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 March 2020, 04:58 PM
Updated : 25 March 2020, 04:58 PM

বুধবার বেলা সোয়া ২টার দিকে তেলিহাটি ইউনিয়নের আবদার এলাকার এই মিলটিতে আগুন লাগে।

শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা রামপ্রসাদ পাল জানান, খবর পেয়ে জয়দেবপুর, শ্রীপুর, টঙ্গী, কালিয়াকৈর, ময়মনসিংহের ভালুকা ও ত্রিশাল ফায়ার সার্ভিস স্টেশন থেকে আটটি ইউনিটের কর্মীরা গিয়ে সন্ধ্যা ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন।

তবে অগ্নিকাণ্ডের কারণ জানাতে পারেননি তিনি।

কারখানার নিজস্ব অগ্নিনির্বাপণ ব্যবস্থা না থাকায় ফায়ার সার্ভিসকর্মীদের আগুন নেভাতে বেগ পেতে হয়। পরে পাশের পুকুর থেকে পানি নিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন তারা।

কারখানার ডেপুটি জেনারেল ম্যানেজার মো. আক্তারুজ্জামান বলেন, বেল সোয়া ২টার দিকে কারখানার টিনশেডের তুলার গুদাম থেকে আগুন লাগে। পরে দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। পুরো কারখানায় ছড়িয়ে পড়ে।

তবে কিভাবে আগুন লাগল সে বিষয়ে তিনি কিছু বলতে পারেননি।