দিনাজপুরে অ্যাম্বুলেন্সের ধাক্কায় নিহত শ্যালক-ভগ্নিপতি

দিনাজপুরের বিরলে একটি অ্যাম্বুলেন্সের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছেন, সম্পর্কে যারা ভগ্নিপতি ও শ্যালক।

দিনাজপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 March 2020, 03:44 PM
Updated : 7 March 2020, 03:44 PM

শনিবার বিকালে দিনাজপুর-বোঁচাগঞ্জ সড়কে বিরল উপজেলার তেঘরা বাজারদিঘীতে এই দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার পরপর বিক্ষুব্ধ লোকজন অ্যাম্বুলেন্সটি জ্বালিয়ে দিয়েছে।

নিহতরা হলেন বিরলের তেঘরা মহেশপুর গ্রামের মতিউর রহমানের ছেলে রাব্বী (২৩) এবং চককাঞ্জন নতুনপাড়ার দেলোয়ার হোসেনের ছেলে লাবু (২৫)।

দিনাজপুর ফায়ার সার্ভিস স্টেশনের জ্যেষ্ঠ স্টেশন মাস্টার সহিদুল ইসলাম প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃতি দিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ থেকে রোগী নিয়ে একটি বেসরকারি অ্যাম্বুলেন্স দিনাজপুর আসছিল। বাজারদিঘী এলাকায় বিপরীতমুখী একটি মোটসাইকেলকে ধাক্কা দেয় অ্যাম্বুলেন্সটি।

“এতে মোটসাইকেলসহ এর দুই আরোহী অ্যাম্বুলেন্সের নিচে আটকে যান। এই অবস্থায় অ্যাম্বুলেন্সটি চলতে থাকলে আটকা পড়া রাব্বী ও লাবু পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন।”

সহিদুল ইসলাম জানান, অ্যাম্বুলেন্স ফেলে এর চালক পালিয়ে গেলে বিক্ষুদ্ধ লোকজন অ্যাম্বুলেন্সটিতে আগুন ধরিয়ে দেয়। তবে তার আগে অ্যাম্বুলেন্স থেকে তারা রোগী নামিয়ে বিকল্প ব্যবস্থায় হাসপাতালে পাঠান তারা।  

বিরল থানার ওসি শেখ নাসিম হাবিব জানান, নিহতদের মরদেহ দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।