বাগেরহাটে চিকিৎসকের বাড়িতে ডাকাতি

বাগেরহাটে এক চিকিৎসকের বাড়িতে ডাকাতি হয়েছে। ডাকাতরা সাড়ে চার লাখ টাকা ও সাড়ে ছয় ভরি সোনার গয়না লুট করেছে বলে অভিযোগ।

বাগেরহাট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 March 2020, 08:24 AM
Updated : 6 March 2020, 08:35 AM

সদর থানার ওসি মো. মাহাতাব উদ্দীন জানান, বাগেরহাট সদর হাসপাতালের গাইনি বিভাগের কনস্যালট্যান্ট আবু দাউদ খানের বাড়িতে ডাকাতির এই ঘটনা ঘটে।

চিকিৎসক দাউদের স্ত্রী ইয়াসমিন সুলতানা জেলার চিতলমারী উপজেলার বঙ্গবন্ধু কলেজের শিক্ষক।

তিনি বলেন, বৃহস্পতিবার রাত সাড়ে ৩টার দিকে পাঁচ-ছয়জনের একটি সশস্ত্র মুখোশধারী ডাকাতদল বাড়ির নিচতলার পেছনের ঘরের লোহার গেটের তালা ভেঙে ভেতরে ঢোকে। শব্দ পেয়ে তার স্বামী ও শাশুড়ির ঘুম ভেঙে যায়।

“ডাকাতদল অস্ত্রের মুখে জিম্মি করে আলমারি ভেঙে সাড়ে চার লাখ টাকা ও সাড়ে ছয় ভরি সোনার গয়না নিয়ে চলে যায়।”

ডাকাতরা চলে যাওয়ার পর তারা পুলিশে খবর দেন বলে তিনি জানান। খবর পেয় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

ওসি মাহাতাব বলেন, পুলিশ ওই বাড়ির সিসি ক্যামেরার ফুটেজ দেখে নিশ্চিত হয়েছে পাঁচ থেকে ছয়জন এই ডাকাতির সঙ্গে জড়িত। ফুটেজ সংগ্রহ করে জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে। এ ঘটনায় থানায় এখনও মামলা হয়নি।

বাগেরহাট পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সরদার শামীম আহসান ডাকাত দলকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।