মাগুরায় গুলিবিদ্ধ দুই লাশ, পুলিশ বলছে ‘ডাকাত’

মাগুরা সদর উপজেলায় দুই ব্যক্তির গুলিবিদ্ধ লাশ উদ্ধারের খবর দিয়ে পুলিশ বলেছে, তারা ‘ডাকাত সর্দার’, তাদের প্রাণ গেছে ‘নিজেদের কোন্দলে’।

মাগুরা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Feb 2020, 04:58 AM
Updated : 19 Feb 2020, 05:09 AM

বুধবার ভোরে সদর উপজেলার বরুনাতৈল গ্রামের মাঠে ‘দুই দল ডাকাতের মধ্যে’ গোলাগুলির ওই ঘটনা ঘটে বলে সদর থানার ওসি সাইফুল ইসলামের ভাষ্য।

নিহতরা হলেন- ফরিদপুর জেলার মধুখালী উপজেলার কামারখালী গ্রামের গফুর মণ্ডলের ছেলে লাভলু মণ্ডল (৪০) এবং একই জেলার বোয়ালমারী এলাকার দাউদ হোসেন (৩৮)।

তাদের দুজনের বিরুদ্ধেই ডাকাতিসহ বিভিন্ন অভিযোগে ফরিদপুর, গোপালগঞ্জ, রাজবাড়ি, নড়াইল ও মাগুরার বিভিন্ন থানায় ‘কয়েক ডজন’ মামলা থাকার তথ্য দিয়েছে পুলিশ।

ওসি সাইফুল ইসলাম বলেন, ভোররাতে গোলাগুলির শব্দে ঘুম ভাঙলে ররুনাতৈলের বাসিন্দারা পুলিশে খবর দেয়।

“পরে পুলিশ গিয়ে ওই গ্রামের মাঠে গুলিবিদ্ধ অবস্থায় দুইজনকে পড়ে থাকতে দেখে। মাগুরা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।”

পরে খোঁজ নিয়ে পুলিশ নিহতদের পরিচয় সম্পর্কে নিশ্চিত হয় জানিয়ে ওসি বলেন, “অভ্যন্তরীণ কোন্দলে গোলাগুলির ওই ঘটনা ঘটেছে। তাতেই দুই ডাকাত সর্দার নিহত হয়েছে বলে আমরা ধারণা করছি।”

পুলিশ ঘটনাস্থল থেকে একাধিক দেশীয় অস্ত্র ও গুলির খোসা উদ্ধার করেছে বলেও তথ্য দিয়েছেন ওসি।