মাগুরায় গ্রামবাসীর সংঘর্ষে আহত ১৫, আটক ৩

মাগুরা সদর উপজেলায় দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ তিনজনকে আটক করেছে।

মাগুরা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 Feb 2020, 04:03 PM
Updated : 15 Feb 2020, 04:03 PM

মঘি ইউনিয়নের ধনপাড়া গ্রামে শনিবার সকালে আধিপত্য বিস্তারের জেরে সংঘর্ষের এ ঘটনা ঘটে বলে সদর থানার ওসি সাইফুল ইসলাম জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, মঘি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশিক বিশ্বাস ও একই ওয়ার্ডের ইউপি সদস্য মিজানুর রহমানের লোকজনের মধ্যে গ্রামে আধিপত্য বিস্তারের চেষ্টায় দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে।

এর জেরে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে শনিবার সকালে দুই পক্ষের লোকজন ধারালো অস্ত্র ও লাঠিসোটা নিয়ে সংঘর্ষে জড়ায়।

ওসি সাইফুল বলেন, হামলা-পাল্টা-হামলায় উভয় পক্ষের ১৫ জন কমবেশি আহত হন। তাদের মধ্যে গুরুতর আহত আটজনকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। সংঘর্ষে ছয়-সাতটি বাড়ি ভাংচুরের ঘটনা ঘটেছে। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সংঘর্ষ নিয়ন্ত্রণ করে। এ সময় ঘটনাস্থল থেকে পুলিশ তিনজনকে আটক করেছে।