পিরোজপুরে নিখোঁজের ৩ দিন পর যুবকের লাশ উদ্ধার

পিরোজপুরে নিখোঁজের তিনদিন পর এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

পিরোজপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Feb 2020, 02:48 PM
Updated : 8 Feb 2020, 02:48 PM

শনিবার সন্ধ্যায় জেলার নাজিরপুর উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়নের পশ্চিম চর বানিয়ারী গ্রাম থেকে লাশ উদ্ধার করা হয়েছে বলে জানান নাজিরপুর থানার এসআই মো. জাসিম উদ্দিন।

নিহত  বাবুল মন্ডল (২১) বাগেরহাট জেলার সদর উপজেলার হালিশহর গ্রামের বাসুদেব মন্ডলের ছেলে।

নিখোঁজের বিবরণ দিতে গিয়ে নিহতের ভগ্নিপতি মহানন্দ মধু জানান, গত ২৯ জানুয়ারি বাবুল মন্ডল তার বাড়ি স্থানীয় বানিয়ারী গ্রামে বেড়াতে  আসেন। গত ৬ ফেব্রুয়ারি রাত ৮টার দিকে তিনি  ফোন করতে করতে বাড়ি থেকে বের হয়ে আর ঘরে ফিরে আসেন নি।

প্রতিকী ছবি

এ ঘটনায় শনিবার দুপুরে নাজিরপুর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

এরপর সন্ধ্যার দিকে তাকে স্থানীয় পশ্চিম চরবানিয়ারী গ্রামের সমীর মন্ডলের

মাছের ঘেরের দক্ষিণ পাশের হোগলা বনের মধ্যে বাবুল মন্ডলের লাশ দেখতে পেয়ে স্থানীয়রা তাকে খবর দেয়। পরে বিষয়টি পুলিশকে জানান তিনি।

নাজিরপুর থানা পুলিশের এসআই মো. জাসিম উদ্দিন জানান, নিহতের ভগ্নিপতি দেওয়া ফোন পেয়ে পুলিশ সেখানে গিয়ে ওই লাশ উদ্ধার করেন।

“লাশের মুখের নিচের ঠোটের বামপাশের  অর্ধেক অংশ  কাঁটা, ঘাড়ে আঘাতের চিহ্ন ও স্তনের নিচে সিগারেটের পাঁচটি পোড়া দাগ রয়েছে।

“ধারণা করা হচ্ছে শ্বাস রোধ করে হত্যা করে তাকে সেখানে ফেলে রাখা হয়েছে।“