গোপালগঞ্জে বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অনুমোদন নেই

গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগ চলছে অনুমোদন ছাড়াই।

গোপালগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 Feb 2020, 08:47 AM
Updated : 4 Feb 2020, 08:47 AM

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের অনুমোদনের না থাকায় শিক্ষার্থীরা ক্ষোভ জানিয়েছেন।

ইতিহাস বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী কারিমূল হক বলেন, মঞ্জুরি কমিশনের অনুমোদন না নিয়ে তিন বছর ধরে শিক্ষা কার্যক্রম চালিয়ে যাওয়ায় শিক্ষার্থী ও অভিভাবকদের কাছে বিশ্ববিদ্যালয় প্রশাসনের নৈতিক অবস্থান প্রশ্নবিদ্ধ হয়েছে।

এই বিভাগটিতে গত তিনটি শিক্ষাবর্ষে মোট ৪১৩ শিক্ষার্থী ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন রেজিস্ট্রার মো. নূরউদ্দিন আহমেদ।

তিনি বলেন, সাবেক উপাচার্য খোন্দকার নাসিরউদ্দিন মঞ্জুরি কমিশনের অনুমোদন না নিয়েই ইতিহাস বিভাগে শিক্ষার্থী ভর্তি করেন। তবে পরে মঞ্জুরি কমিশনে অনুমোদনের জন্য আবেদন করা হয়েছে। ৬ ফেব্রুয়ারি ইউজিসির সভায় ইতিহাস বিভাগের অনুমোদন পেতে সর্বাত্মক চেষ্টাও করা হচ্ছে।

গত ৩০ সেপ্টেম্বর দুর্নীতির অভিযোগে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য খোন্দকার নাসিরউদ্দিন পদত্যাগ করেন।