ব্রাহ্মণবাড়িয়ায় ভারতীয় মহিষের আক্রমণে নারী নিহত

ব্রাহ্মণবাড়িয়ায় ভারতীয় পাগলা মহিষের আক্রমণে এক নারী নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও ১২ জন।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 Feb 2020, 09:57 AM
Updated : 2 Feb 2020, 04:59 PM

কসবা থানার ওসি লোকমান হোসেন জানান, রোববার সকালে বায়েক ইউনিয়নের পুটিয়া সীমান্ত এলাকায় মহিষটি এই হতাহতের ঘটনা ঘটায়।

নিহত সাফিয়া বেগম (৭০) ওই গ্রামের বাসিন্দা। আহতদের কসবা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওসি লোকমান বলেন, ভারতীয় পাগলা মহিষটি পুটিয়া সীমান্ত দিয়ে বাংলাদেশে এসে গ্রামের মানুষদের আক্রমণ করে। এতে ১৩ জন আহত হন। তাদের মধ্যে সাফিয়াকে কুমিল্লার একটি হাসপাতালে ভর্তি করার পর চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

অন্যদের কসবা হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে তিনি জানান।

ওসি বলেন, এলাকাবাসী মহিষটিকে ধরে জবাই করে মাংস নিহতের পরিবারকে দিয়েছে।