নোয়াখালীতে হত্যার দায়ে স্ত্রী-ছেলেসহ ৩ জনের যাবজ্জীবন

নোয়াখালীতে এক ব্যক্তিকে হত্যার দায়ে তার স্ত্রী ও ছেলেসহ তিনজনের যাবজ্জীবন দিয়েছে আদালত।

নোয়াখালী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 Jan 2020, 02:23 PM
Updated : 30 Jan 2020, 02:23 PM

নোয়াখালীজেলা ও দায়রা জজ সালেহ উদ্দিন আহমদ বৃহস্পতিবার বিকালে এ রায় ঘোষণা করেন।

একই সঙ্গে আদালত প্রত্যেক আসামিকে ১০ হাজার টাকা করে জরিমানা করেছে।

সাজাপ্রাপ্তরা হলেন জেলার বেগমগঞ্জ উপজেলার তালুয়া চাঁদপুর গ্রামের আব্দুল জাহেরের স্ত্রী রেহানা আক্তার, ছেলে মো. হান্নান ও জাহেরের চাচাত ভাই মো. মোহন।

রায় ঘোষণার সময় আসামিরা আদালতের কাঠগড়ায় উপস্থিতি ছিলেন।

ওই আদালতের পিপি গুলজার আহমেদ জুয়েল মামলার নথির বরাতে জানান, একটি পরকীয়া প্রেমের সম্পর্কের জেরে ২০১৬ সালে জাহেরকে হত্যা করা হয়।

এ ঘটনায় জাহেরের বড় ভাই হুমায়ুন কবির থানায় হত্যা মামলা দায়ের করেন। পুলিশ তদন্ত শেষে নিহত জাহেরের স্ত্রী, ছেলে ও মোহনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়।

পিপি গুলজার বলেন, আদালত ২৪ জনের সাক্ষ্য ও তথ্য-প্রমাণের ভিত্তিতে তিন আসামিকে দোষী সাব্যস্ত করে এই সাজা দিয়েছে।