৯৯৯ এ ফোন: সাভারে আত্মহত্যার চেষ্টাকারী যুবককে উদ্ধার

ঢাকার সাভারে একটি পাঁচতলা ভবনের ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যার চেষ্টা চলানোর সময় ‘মানসিক ভারসাম্যহীন’ এক যুবককে উদ্ধার করেছে পুলিশ।

সাভার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 Jan 2020, 05:19 AM
Updated : 29 Jan 2020, 05:32 AM

জাতীয় জরুরি সেবার হটলাইন ৯৯৯ এ ফোন পেয়ে পুলিশ মঙ্গলবার বিকাল ৩ দিকে সাভার পৌর এলাকার রাজাশন এলাকার মমিন মিয়ার মালিকানাধীন ওই ভবনের ছাদ থেকে হাবু মিয়াকে (২৮) উদ্ধার করে।

উদ্ধার হাবু রংপুর জেলার পীরগঞ্জ থানার আলাদিপাড়া গ্রামের লাল মিয়ার ছেলে। সাভারের আড়াপাড়া এলাকায় শ্বশুর মজিদুল হকের বাড়িতে থেকে উবারের গাড়ি চালান তিনি।

সাভার মডেল থানার এসআই নুর মোহাম্মদ খান বলেন, “হেল্পলাইন নাম্বার ৯৯৯ এ এক ব্যক্তি ফোন করে জানায় যে, একটি বহুতল ভবনের ছাদ থেকে এক যুবক লাফ দিয়ে আত্মহত্যার চেষ্টা করছে।

“পরে তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ছাদের একটি দরজার পাশের দেয়াল ভেঙ্গে তাকে উদ্ধার করে।”

তিনি বলেন, “প্রাথমিকভাবে হাবুকে মানসিক ভারসাম্যহীন মনে হয়েছে। তবে জিজ্ঞাসাবাদে তিনি জানিয়েছেন- স্ত্রীর সঙ্গে বিরোধের কারণেই আত্মহত্যার চেষ্টার করেছিলেন। “

তাকে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে জানিয়ে এসআই বলেন, ঊধ্বর্তন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

এ বিষয়ে জানতে উদ্ধার হওয়া ওই যুবকের পরিবারের লোকজনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি।