বুড়িচং আনন্দ পাইলট বিদ্যালয়ের শতবর্ষপূর্তি উদযাপন

নানা আয়োজনে কুমিল্লার বুড়িচং আনন্দ পাইলট সরকারি বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উদযাপন শুরু হয়েছে।

কুমিল্লা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Jan 2020, 12:02 PM
Updated : 24 Jan 2020, 01:24 PM

শুক্রবার সকালে বিদ্যালয় মাঠে পতাকা উত্তোলনের মাধ্যমে শিক্ষা উপমন্ত্রী মুহিবুল হাসান চৌধুরী দুই দিনব্যাপী এ অনুষ্ঠানের উদ্বোধন করেন।

উদযাপন পরিষদের সভাপতি ডা. এমএ হাসেম এর সভাপতিত্বে ওই অনুষ্ঠানে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পিন্টু বেপারী,অতিরিক্ত পুলিশ সুপার তানভীর সালেহীন ইমন ও উপজেলা চেয়ারম্যান আখলাক হায়দার।

এর আগে শতবর্ষ পূর্তি উপলক্ষে বের করা হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। এ শোভাযাত্রা উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

এতে ১৯৫২ সাল থেকে ২০২০ সাল সময়কালের এ বিদ্যালয়ের প্রায় আড়াই হাজার ছাত্রছাত্রীরা অংশ নিচ্ছেন।

নবীন-প্রবীণ শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠানস্থল হয়ে উঠেছে প্রাণবন্ত।