ব্রাহ্মণবাড়িয়ায় পারাবতের ‘পাওয়ার কারে’ আগুন

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে আন্তঃনগর পারাবত এক্সপ্রেসের পাওয়ার কারে অগ্নিকাণ্ড ঘটেছে।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Jan 2020, 04:27 AM
Updated : 24 Jan 2020, 05:48 AM

শুক্রবার সকালে স্টেশনে থামার পার হঠাৎ ট্রেনের পাওয়ার কারে আগুন দেখা যায়। জাতীয় জরুরি সেবার নম্বর ৯৯৯-এ ফোন পেয়ে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

তবে এ ঘটনায় কেউ হতাহত হননি বলে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের সহকারী মাস্টার মাইনুল হক জানান।

তিনি বলেন, ঢাকার কমলাপুর থেকে ছেড়ে আসা সিলেটগামী পারাবত এক্সপ্রেস সকাল ৮টা ৩৮ মিনিটে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে ঢোকে।

“স্টেশনে প্রবেশ করার আগ মুহূর্তে পাওয়ার কারে আগুন ধরে যায়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।”

এ ঘটনার পর কিছু সময় স্টেশনের এক নম্বর লাইন দিয়ে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়।

মাইনুল বলেন, দুই ঘণ্টা ১০ মিনিট পর ১০টা ৪৮ মিনিটে ট্রেনটি অগ্নিদগ্ধ পাওয়ার কারটি রেখে ছেড়ে যায়। বাকি পথ পাওয়ার কার ছাড়াই চলবে ট্রেনটি।