যৌতুকের জন্য স্ত্রীকে পুড়িয়ে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড

খাগড়াছড়ি যৌতুকের দাবিতে স্ত্রীকে পুড়িয়ে হত্যার ঘটনায় তার স্বামীকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।  

খাগড়াছড়ি প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Jan 2020, 09:16 AM
Updated : 22 Jan 2020, 09:23 AM

বুধবার খাগড়াছড়ি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক রেজা মো. আলমগীর হাসান ১১ বছর আগের এ মামলার রায় ঘোষণা করেন।

দণ্ডিত শাহ আলমের (৪৬) বাড়ি খাগড়াছড়ি জেলার দীঘিনালার রশিকনগর গ্রামে।

যাবজ্জীবনের পাশাপাশি বিচারক তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ডও দিয়েছেন।

মামলার বিবরণে বলা হয়, যৌতুকের দাবিতে ২০০৯ সালের ৭ সেপ্টেম্বর বিকালে শাহ আলম ঘরের মধ্যে তার স্ত্রী কোহিনূর বেগমের শরীরের কেরোসিন ঢেলে আগুন দেয়। পরে সে বাইরে থেকে দরজা বন্ধ করে চলে যায়।

এ ঘটনার চারদিন পর কেহিনুরের ছোট ভাই আলম মিয়া দীঘিনালা থানায় মামলা দায়ের করেন।পরে ১ অক্টোবর কহিনূর বেগম মারা যান।

মামলাটি তদন্ত শেষে পুলিশ একই বছরের ৯ ডিসেম্বর শাহ আলমকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করলে বিচারকাজ শুরু হয়।  

ঘটনার পর আট বছর পলাতক থাকার পর ২০১৭ সালের ১০ জুন আসামিকে আটক করা হয়।