ফেনীতে চিকিৎসক ‘পরিচয়ে প্রতারণা, ভেজাল ওষুধসহ’ আটক ২

ফেনীতে চিকিৎসক পরিচয়ে প্রতারণা ও ভেজাল ওষুধ উৎপাদনের অভিযোগে দুইজনকে আটক করেছে র‌্যাব।

ফেনী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Jan 2020, 07:42 AM
Updated : 19 Jan 2020, 07:42 AM

আটককৃতরা হলেন সদর উপজেলার দক্ষিণ কাশিমপুর গ্রামের হাবিবুল্লাহর ছেলে মো. কামরুল হাসান (৪০) ও তার সহযোগী সদর উপজেলার ছোট ধলিয়া গ্রামের আবদুল জলিলের ছেলে মহিন উদ্দিন (২৭)।

র‌্যাব ৭-এর ফেনী ক্যাম্পের সহকারী পুলিশ সুপার মো. নুরুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে ওই এলাকার আলাবক্স হাসপাতালে অভিযান চালান তারা। তখন চিকিৎসক পরিচয়ে রোগীকে চিকিৎসাপত্র দেওয়ার সময় মো. কামরুল ও তার সহযোগী মহিনকে আটক করা হয়।

এছাড়া র‌্যাব সদস্যরা কামরুলের বাড়িতে অভিযান চালান।

র‌্যাব কর্মকর্তা নুরুজ্জামান বলেন, ওই বাড়িতে তল্লাশি চালিয়ে দুই হাজার ২৬২ কৌটা ব্যথার মলম, ২২৫ বোতল তরল মলমসহ বিভিন্ন ভেজাল ওষুধ ও ভেজাল ওষুধ তৈরির সরঞ্জাম পাওয়া গেছে। তারা দীর্ঘদনি ধরে নিজেদের চিকিৎসক পরিচয় দিয়ে মানুষের সাথে প্রতারণা করছিলেন। এসব ওষুধ তারা সরল মানুষের উচ্চ মূল্যে বিক্রি করছিলেন।

জব্দ করা ওষুধ ও আটক ব্যক্তিদের ফেনী থানায় হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।