সাতক্ষীরায় ২ মণ কাঁকড়া অবমুক্ত

সাতক্ষীরায় প্রজনন মৌসুমে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ধরা দুই মণ কাঁকড়া নদীতে অবমুক্ত করেছে পুলিশ।

সাতক্ষীরা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Jan 2020, 05:08 PM
Updated : 17 Jan 2020, 05:08 PM

বুড়িগোয়ালিনী নৌপুলিশ ফাঁড়ির ওসি অনিমেশ হালদার জানান, সুন্দরবন সংলগ্ন বুড়িগোয়ালীনি ও গাবুরা এলাকায় শুক্রবার সারাদিন অভিযান চালিয়ে এসব কাঁকড়া উদ্ধার করেন তারা।

এসব কাঁকড়া পরিত্যক্ত অবস্থায় পেয়েছেন জানিয়ে তিনি বলেন, অভিযানের খবর পেয়ে কাঁকড়া শিকারি ও কারবারিরা পালিয়ে যান। তাই তাদের ধরা যায়নি। পরে জব্দ করা দুই মণ কাঁকড়া খোলপেটুয়া নদীতে অবমুক্ত করা হয়। কাঁকড়াগুলোর বাজার দর প্রায় ৬০ হাজার টাকা।

ওসি বলেন, জানুয়ারি-ফেব্রুয়ারী দুই মাস প্রজনন মৌসুম হওয়ায় এ সময় কাঁকড়া ধরা নিষিদ্ধ। নিষেধাজ্ঞা বাস্তবায়নে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।