ফরিদপুরে গ্রেপ্তার আসামি ‘বন্ধুকযুদ্ধে’ নিহত

ফরিদপুরে বোয়ালমারী উপজেলায় গ্রেপ্তারের পর কথিত বন্দুকযুদ্ধে ১৩ মামলার এক আসামি নিহত হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

ফরিদপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 Jan 2020, 05:39 AM
Updated : 15 Jan 2020, 05:52 AM

উপজেলার শেখর ইউনিয়নের বাড়ানখোলা এলাকায় বুধবার ভোরে গোলাগুলির ওই ঘটনা ঘটে বলে বোয়ালমারী থানার ওসি আমিনুল ইসলামের ভাষ্য।

নিহত এনায়েত শেখের (৩৫) বাড়ি বোয়ালমারীর চতুল ইউনিয়নের বাইখির বনচাকী গ্রামে।

পুলিশের দাবি, এনায়াতের বিরুদ্ধে ডাকাতি, ধর্ষণ ও মাদকসহ ১৩ মামলা রয়েছে।

ঘটনার বর্ণনায় ওসি বলেন, এনায়েতকে গ্রেপ্তারের পর তাকে পুলিশ ঘটনাস্থলে অস্ত্র উদ্ধারে যায়।এ সময় ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে গুলি করলে পুলিশও পাল্টা গুলি করে।

“এ সময় গুলিতে এনায়েত নিহত হন। পরে বোয়ালমারী উপজেলা কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্ত্যবরত চিকিৎক তাকে মৃত ঘোষণা করেন।”

ওসি বলেন, ঘটনাস্থল থেকে ওয়ান শুটারগান, দুই রাউন্ড গুলি, একটি চাপাতি ও একটি চাইনিজ কুড়াল উদ্ধার এবং এ ঘটনায় ছয় পুলিশ সদস্য আহত হয়েছে।