ঠাকুরগাঁওয়ে ‘বিরল প্রজাতির’ লক্ষ্মীপেঁচা উদ্ধার

ঠাকুরগাঁও সদর উপজেলায় ‘বিরল প্রজাতির’ সাতটি লক্ষ্মীপেঁচা উদ্ধার করা হয়েছে।

ঠাকুরগাঁও প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 Jan 2020, 11:27 AM
Updated : 1 Jan 2020, 11:27 AM

জেলা বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা হরিপদ দেবনাথ জানান, বুধবার সকাল ৮টার দিকে সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের পল্লীবীর স্পোটিং সেন্টার থেকে পেঁচাগুলো উদ্ধার করা হয়।

হাসেম আলী নামে এক ব্যক্তি সেন্টারের সিলিং পরিস্কার করতে গিয়ে পেঁচাগুলো দেখতে পান। পরে তাদের বন বিভাগে হস্তান্তর করা হয়।

বন কর্মকর্তা হরিপদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিরল প্রজাতির ধূসর এই পেঁচাগুলো অপ্রাপ্তবয়স্ক। এদের পাখাগুলো প্রায় দুই ফুট লম্বা। পালক সোনালি আর চোখ নীল। এরা শান্ত স্বভাবের।

“বড় গাছ যেহেতু কমে গেছে, তাই এদের আর তেমন দেখা যায় না। আস্তে আস্তে এরা হারিয়ে যাচ্ছে প্রকৃতি থেকে। এদের বাঁচিয়ে রাখা প্রয়োজন।”

পেঁচাগুলো দিনাজপুরের সিংড়া বনে ছেড়ে দেওয়া হবে বলে তিনি জানান।