শরীয়তপুরে ছাত্রলীগ নেতার হয়ে পরীক্ষা দিতে গিয়ে কারাগারে যুবক

শরীয়তপুর সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি সোহাগ বেপারীর হয়ে পরীক্ষা দিতে গিয়ে কারাগারে গেছেন এক যুবক।

শরীয়তপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 Dec 2019, 05:05 PM
Updated : 12 Dec 2019, 05:05 PM

বৃহস্পতিবার গোলাম হায়দার খান সরকারি মহিলা কলেজে নিয়মবহির্ভূতভাবে পরীক্ষা দেওয়ার সময় তিনি ধরা পড়েন বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ মাহবুব রহমান জানিয়েছেন।

তিনি বলেন, “এ অপরাধে ভ্রাম্যমাণ আদালত তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে।”

সাজাপ্রাপ্ত হাসেম হাওলাদার (২৪) শরীয়তপুর সদর উপজেলার চরপাতানিধি গ্রামের আবদুল জলিলের ছেলে।

এ বিষয়ে শরীয়তপুর সরকারি গোলাম হায়দার খান মহিলা কলেজের অধ্যক্ষ মো. রেজাউল করিম বলেন, কলেজের ছাত্র সোহাগ বেপারীর পরিবর্তে হাসেম হাওলাদার নামে এই যুবক পরীক্ষা দিচ্ছিলেন।

“প্রথমে আমাদের কলেজের অফিস সহায়ক বিষয়টি জানার পর আমাকে জানান। আমি প্রশাসনকে অবহিত করি। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা হাতেনাতে ধরে তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন।”

এ ব্যাপারে শরীয়তপুর সরকারি কলেজের সাবেক ভিপি জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শেখ আ. সালাম বলেন, “অছাত্র দিয়ে ছাত্রলীগের কমিটি করার কারণে আজ এ ঘটনা ঘটেছে। এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত।”

জেলা ছাত্রলীগের আহ্বায়ক মোহসীন মাদবর বলেন, “ছাত্রলীগ কোনো অন্যায়কারীকে প্রশ্রয় দেয় না। যে অন্যায় করেছে তার শাস্তি পাওয়া দরকার।”

ওই কলেজে বৃহস্পতিবার বিএ (পাস) প্রথম বর্ষের দর্শন পরীক্ষা ছিল বলে জানা গেছে।