সাতক্ষীরায় দাহ্য পদার্থে ঝলসাল কৃষকের মুখ

সাতক্ষীরায় অজ্ঞাত ব্যক্তির নিক্ষিপ্ত দাহ্য পদার্থে এক কৃষকের মুখসেহ শরীরের বিভিন্ন অংগ ঝলসে গেছে।

সাতক্ষীরা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Nov 2019, 02:05 PM
Updated : 24 Nov 2019, 02:06 PM

শনিবার রাতে কলারোয়া উপজেলার নাছোপুর গ্রামে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

আহত সুলতান দালাল (৫০) কলারোয়ার নাতপুর গ্রামের শহর আলী দালালের ছেলে।

তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সুলতান দালাল সাংবাদিকদের বলেন, তিনি মাদ্রা বাজার থেকে বাজার করে বাড়ি ফিরছিলেন। পথে মোটরসাইকেলে আসা দুইজন লোক তার গতিরোধ করে। তাদের একজন তার মুখে টর্চ লাইট মেরে রাখে, অপরজন তার মুখে দাহ্য পদার্থ নিক্ষেপ করে। এরপর তারা পালিয়ে যায়।

তিনি যন্ত্রনায় মাটিতে লুটিয়ে পড়েন বলে জানান।

সুলতানের স্ত্রী সালমা বেগম বলেন, স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে সেখান থেকে তাকে সাতক্ষীরা সদর হাসপতালে পাঠানো হয়।

তবে কারা কেন এ হামলা করেছে তা বলতে পারছেন না সুলতান কিংবা তার স্ত্রী।

সাতক্ষীরা সদর হাসপাতালের ডা. মো. হাফিজউল্লাহ বলেন, তার মুখমণ্ডল ও হাত পুড়ে গেছে; একটি চোখ নষ্ট হয়ে যেতে পারে।

“এ কারণে উন্নত চিকিৎসার জন্য সুলতানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।”

কলারোয়া থানার ওসি মনির-উল-গিয়াস বলেন, “আমি লোকেমুখে ঘটনাটি শুনেছি। থানায় কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যাবস্থা নেওয়া হবে।”