পাবনায় জমির বিরোধে স্কুলশিক্ষককে ‘পিটিয়ে হত্যা’

পাবনার আটঘরিয়া উপজেলায় জমির বিরোধের জেরে এক স্কুলশিক্ষককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।

পাবনা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Nov 2019, 06:36 AM
Updated : 23 Nov 2019, 06:36 AM

আটঘরিয়া থানার ওসি রকিবুল ইসলাম জানান, শনিবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার একদন্ত ইউনিয়নের মহেশপুর গ্রামে এই শিক্ষক মারা যান।

নিহত আশরাফ আলী (৪৫) ওই গ্রামের আব্দুল প্রামানিকের ছেলে। তিনি উপজেলার ফুলবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ছিলেন।

প্রতিবেশী আফজাল হোসেনের সঙ্গে আশরাফ আলীর একটি জমি নিয়ে বিরোধ রয়েছে।

আশরাফ আলীর ছেলে হোসাইনের অভিযোগ, “সকালে বাড়ির পাশের মাঠে ওই বিরোধপূর্ণ জমিতে প্রতিপক্ষ চাষ শুরু করে। এ নিয়ে বাগবিতণ্ডার একপর্যায়ে তারা আমার বাবাকে এলোপাতাড়ি লাঠিপেটা, কিলঘুষি ও পদদলিত করে হত্যা করে।”

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে বলে জানান আটঘরিয়া থানার ওসি রকিবুল ইসলাম।

তিনি বলেন, পুলিশ ঘটনা তদন্ত করছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এখনও মামলা হয়নি।